FAQ - Frequently Asked Questions

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ব্যবস্থাপনার একটি পেশাগত ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা। এটি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য একটি স্বচ্ছ, ন্যায়সংগত ও কার্যকর যাকাত ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে।

স্নাতক পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট পরিচালিত একটি শিক্ষাবৃত্তি কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বহনে সহযোগিতা করা হয়।

ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত একটি আর্থিক ইবাদত, যা নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর নির্দিষ্ট হারে প্রদান করতে হয়। এটি দরিদ্র ও প্রয়োজনমন্দদের অধিকার।

কুরআনের সূরা তাওবার ৬০ নং আয়াতে যাকাত প্রদানের ৮টি শ্রেণি বর্ণিত হয়েছে। যথা:
১. ফকির
২. মিসকিন
৩. আমেলীন
৪. মুআল্লাফাতুল কুলুব
৫. রিকাব
৬. গারিমীন
৭. ফিসাবিলিল্লাহ
৮. ইবনুস সবীল

এই শ্রেণিগুলোর আওতায় যারা অন্তর্ভুক্ত, তারা যাকাত গ্রহণের উপযুক্ত।

সকল আবেদনপত্র মূল্যায়নের পর পর্যায়ক্রমে জানানো হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএস ও ইমেইলের মাধ্যমে জানানো হবে।

২৪ ঘন্টার মধ্যে নাম, মোবাইল, ইমেইল ও এসএসসি রেজি নম্বরসহ genius@czm-bd.org এ ইমেইল করুন।

Applicant ID লিখুন বা ০ দিয়ে পূরণ করুন।

পরিষ্কার ছবি হলে আপাতত গ্রহণযোগ্য। ভবিষ্যতে মূল কপি লাগতে পারে।

ইমেইলে বিস্তারিত পাঠান - genius@czm-bd.org

ইমেইলে বিস্তারিত লিখে জানাতে হবে।

সাবজেক্ট লাইনে লিখে ইমেইলে জানান - genius@czm-bd.org