শর্তাবলী
- ১. জিনিয়াস বৃত্তির সম্পূর্ণ আবেদনফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে
- ২. বৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণকরা হবে। বৃত্তির আবেদন করার জন্য
http://scholarship.czm-bd.org/ ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্য ও কাগজপত্রের জমাদানের মাধ্যমে
আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া যাচ্ছে
- ৩. আবেদন করার পূর্বে সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘরে বসে নিজ
অথবা পরিচিত
ব্যক্তির মোবাইল থেকে সতর্কতার সহিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট
শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পরামর্শ দেয়া হলো
- ৪. আবেদন করার পূর্বে অবশ্যই নিজের পাসপোর্টসাইজ ছবি, প্রথমবর্ষের ভর্তির
পে-ইন-স্লীপ
অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট, এইচএসসি (HSC)
ট্রান্সক্রিপ্ট, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এর স্ক্যানকরে অথবা পরিষ্কার ছবি তুলে যে
মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা হবে তাতে সংরক্ষণ করতে হবে। তবে প্রতিটি ফাইলের সাইজ
১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না
- ৫. ভুল তথ্য প্রদানকারী কিংবা অন্য কোনো বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড
বৃত্তি ব্যতীত) এই
বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন
- ৬. আর্থিকভাবে সচ্ছল কিংবা অন্য কোনো সংস্থা / প্রতিষ্ঠান থেকে বৃত্তি
গ্রহণকারী
(সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই
- ৭. অসম্পূর্ণ বা ভুল তথ্য-সম্বলিত আবেদন ফর্ম মূল্যায়নের জন্য বিবেচিত হবে
না,
- ৮. বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সিজেডএম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে
গণ্য হবে
- ৯. সিজেডএম-এর জিনিয়াস বৃত্তির আবেদনপ্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন
নেই। তাই
কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল নম্বর ও ল্যান্ড ফোন নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর হতে
প্রেরিত এসএমএস/যোগাযোগ দ্বারা প্রতারিত না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো
- ১০. জিনিয়াস বৃত্তির আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার
বিষয়ে
সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন
- ১১. আবেদনপত্র সিজেডএম কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর পর তা মূল্যায়নের সাপেক্ষে
সিজেডএম কর্তৃক
এসএমএস এর মাধ্যমে জানানো হবে
- ১২. ইসলামের তৃতীয় মৌলিক স্তম্ভ যাকাত -এর অর্থে থেকে বৃত্তি গ্রহণ করার জন্য
সম্মত আছেন এই
মর্মে উপরের সকল শর্তাবলীতে সম্মতি প্রদানপূর্বক বৃত্তির আবেদন পত্রের পক্রিয়া শুরু করছেন
- ১৩. আপনার প্রদত্ত তথ্য যাচাইয়ের জন্য আবেদনপত্রে উল্ল্যেখিত পরিবারের
সদস্য,আত্মীয়, শিক্ষক অথবা আপনার পরিচিত ব্যাক্তির সাথে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর
প্রতিনিধি সরাসরি সাক্ষাৎ, মোবাইল অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।
- ১৪. রেজিস্ট্রেশন অথবা অসম্পূর্ণ আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
শুধুমাত্র
সম্পূর্ণ আবেদন নির্দিষ্ট তারিখের পূর্বে জমা হলে তা মূল্যায়নের জন্য যোগ্য হিসেবে বিবেচিত
হবে।
- ১৫. সার্ভার সংক্রান্ত জটিলতায় কেউ যদি নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন
সম্পূর্ণ ভাবে জমা
না
দিতে পারেন তবে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না এবং এরূপ কোন অভিযোগ গ্রহণজন্য হবে না।
Top