Loading...
Pattern

সচরাচর জিজ্ঞাস্য

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) হচ্ছে একটি দরিদ্রবান্ধব সামাজিক প্রতিষ্ঠান। মহান আল্লাহ রাব্বুল আলামীন কর্তৃক ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে যাকাতের তাৎপর্য সকলের কাছে তুলে ধরা এবং যাকাত তহবিল সংগ্রহ করে তা বঞ্চিত মানুষের প্রয়োজনে বিতরণ করার কাজে নিয়োজিত এই প্রতিষ্ঠান। যাকাত ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিকভাবে আঞ্জামদেয়ার লক্ষ্যে এ প্রতিষ্ঠান সুসংগঠিত ও পরিকল্পিতভাবে যাকাত তহবিল সংগ্রহ ও কার্যকরভাবে তা বিতরণের চেষ্টা করছে। এ সংস্থা যাকাত তহবিল ব্যবহার করে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে বহু হতদরিদ্র ও বঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। এভাবে সিজেডএম সুষ্ঠুভাবে যাকাত বিতরণে ব্যবস্থাপনা সেবা প্রদান করে।

স্নাতক পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি। সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোর অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে লেখাপড়া ও যোগ্যতা বিকাশের মাধ্যমে উপযুক্ত ক্যারিয়ার গঠনে সহায়তা করা।

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজসমূহের ২০২২-২০২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না।

ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় ও এর বণ্টন একদিকে যেমন গুরুত্বপূর্ন বাধ্যতামূলক ইবাদাত, তেমনি তা সমাজ থেকে দারিদ্র্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কার্যকর একটি উপাদানও বটে। মহান আল্লাহ রাব্বুল আলামীন মুসলমানদের জন্য যাকাত আদায় করা ফরজ তথা অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে ঘোষণা করেছেন।
পবিত্র কুরআনের সূরাহ বাকারায় বলা হয়েছে, তোমরা সালাত কায়েম কর ও যাকাত আদায় কর এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। (আয়াত : ৪৩)।
যাকাত শব্দের মূল আভিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ও প্রশংসা। যাকাত হচ্ছে বরকত, পরিমাণে বৃদ্ধি পাওয়া, প্রবৃদ্ধি লাভ, পবিত্রতা ও পরিচ্ছন্নতা ও সুসংবদ্ধতা।
ইসলাম ধর্মের বিধান মোতাবেক দরিদ্র মুসলিমদের কল্যাণার্থে ধনী মুসলমানদের জন্য ধন-সম্পদ দান করার অবশ্যপালনীয় ধর্মীয় কর্তব্য আরোপিত হয়েছে। এরূপ অবশ্যপালনীয় কর্তব্যই যাকাত।

যাকাতের অর্থ পরিশোধের বিষয়ে কুরআন মাজীদে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সূরা তাওবার ৬০ নং আয়াত অনুযায়ী যাদের মাঝে যাকাত বিতরণ করা যাবে তারা হলেন:
১. ফকীর: এরূপ গরীব মানুষ, যার বেঁচে থাকার মত খুব সামান্য সহায় সম্বল রয়েছে বা নেই।
২. মিসকীন: এমন অভাবী, যার রোজগার তার নিজের ও নির্ভরশীলদের অপরিহার্য প্রয়োজনসমূহ মেটানোর জন্য যথেষ্ট নয়।
৩. আমিলীন: প্রাতিষ্ঠানিকভাবে যাকাত সংগ্রহ ও বিতরণ কাজে নিয়োজিত কমচারীবর্গ।
৪. মুয়াল্লাফাতিল কুলূব: এমন নও-মুসলিম যার ঈমান এখনও পরিপক্ক হয়নি; অথবা ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক এমন কোনো অমুসলিম, যাদের চিত্ত দ্বীন ইসলামের প্রতি আকর্ষিত ও উৎসাহিত করা আবশ্যক। এরূপ ব্যক্তিদের যাকাত প্রদান,করা যাবে, যাতে তারা ঈমান গ্রহণ করে এবং তাদের ঈমান পরিপক্ক হয়।
৫. রিকাব: ক্রীতদাসের দাসত্ব মোচনের জন্য মুক্তিপণ প্রদান।
৬. গারিমীন: ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য।
৭. ফী সাবীলিল্লাহ: আল্লাহর রাস্তায় নিয়োজিত ব্যক্তিবর্গ, যারা ইসলামের প্রচার প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে নিয়োজিত; এবং
৮. ইবনুস-সাবীল: মুসাফিরের পাথেয়, অর্থাৎ-অর্থাভাবে বিদেশ-বিভূঁইয়ে আটকে-থাকা মুসাফির।

বৃত্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য "[email protected]" এই ইমেইলে যোগাযোগ করুন অথবা অফিস চলাকালীন সময়ে +8809611688016 এই নম্বর সমূহে যোগাযোগ করুন।

সফলভাবে জমাকৃত সকল আবেদনপত্র যথাযথ মূল্যায়নের পর পর্যায়ক্রমে সকল অঞ্চলের ছাত্র - ছাত্রীদের কে জানানো হবে।

আপনি যদি ভুল ভাবে আবেদনপত্র পূরণকরে জমা দিয়ে থাকেন তবে ২৪ ঘন্টার মধ্যে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল ও এসএসসি রেজিস্ট্রেশন নম্বর সহ বিস্তারিত "[email protected]" এই ইমেইল ঠিকানায় ইমেইল করুন। অন্যথায় আপনার প্রদত্ত তথ্যের উপর ভিত্তিকরে আবেদনপত্র মূল্যায়ন করা হবে।

আপনার ভর্তি স্লীপে যে Applicant ID নম্বর আছে তা লিখুন।

আপাতত ফটোকপির পরিষ্কার ছবি হলে হবে। তবে ভবিষ্যতে প্রয়োজনে মূলকপি দেখতে হতে পারে।

আপনার জেলা, থানা ও ইউনিয়ন এর নাম এবং আপনার নাম ও মোবাইল নম্বর সহ বিস্তারিত আমাদের কে ইমেইলে করুন। আমরা খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। ইমেইল ঠিকানাঃ "[email protected]"

আপনার সমস্যার বিস্তারিত আমাদের কে ইমেইলে জানান। ইমেইল ঠিকানাঃ "[email protected]"

দয়াকরে আপনি বর্তমান রেজিস্ট্রেশন এবং রোল নম্বর এর ঘরে শূন্য দিয়ে পূরণ করুন।

পে ইন স্লিপের স্থলে আপনার ভর্তির যেকোন কাগজ যেমনঃ ভর্তির নিশ্চয়ন পত্র / অনুষদ / ডিপার্টমেন্ট / সেমিস্টারের টাকা জমা দেওয়ার রশিদ এর ছবি দিয়ে আবেদন করুন। যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন অথবা মাইগ্রেশন করে থাকেন তবে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যুকৃত যেকোন কাগজ পে ইন স্লিপ এর স্থলে দেওয়া যাবে।

আপনার মূল ট্রান্সক্রিপ্টের কোন সত্যায়িত কপি অথবা ফটোকপি অথবা অনলাইন কপি এর ছবি জমা দিতে পারবেন।

আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, বিশ্ববিদ্যালয়ের নাম ও ডিপার্টমেন্ট উল্ল্যেখ করে "[email protected]" এই ইমেইলে একটি ইমেইল করুন।

জাতীয় পরিচয় পত্রের মূল কপি না থাকলে অনলাইন কপি জমা দিতে পারেন

Top