যোগ্য আবেদনকারীকে প্রথমে তার নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যেমন - পরিবারের সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, আয়ের তথ্য; পারিবারিক সম্পদের পরিমান, স্থান, এবং এর বর্তমান আনুমানিক বাজার মূল্য; পরিবারের উপার্জনের খাত সমূহ ও পরিমান; একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আপনাদের পারিবার সম্পর্কে ভালোভাবে জানেন তাঁর নাম, মোবাইল নম্বর ও পেশা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে।
আবেদনকারীকে অবশ্যই শুধুমাত্র নিজের ইমেইল এড্ড্রেস থেকে আবেদন করতে হবে। এবং উক্ত ইমেইলের পাসওয়ার্ড যথাযথ ভাবে সংগ্রহ করতে হবে। নিজের ইমেইল না থাকলে একটি ফ্রি ইমেইল একাউন্ট খুলে নিতে হবে। ইমেইল একাউন্ট খোলার সময় নিজের মোবাইল নম্বর যোগ করে নিতে হবে।
সকল তথ্য এবং ইমেইল একাউন্ট সংগ্রহ করার পর আবেদনকারীর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
মোবাইল থেকে আবেদন করার জন্য ছবি ও কাগজপত্র সমূহ সোজা ভাবে পরিষ্কার করে যে মোবাইল থেকে আবেদন করবেন তাতে ছবি তুলে প্রয়োজনে ছবির অপ্রয়োজনীয় অংশ ক্রপ (কেটে) করে নিন অথবা কম্পিউটার থেকে আবেদন করার জন্য স্ক্যান করে নিন।
তবে প্রতিটি ফাইলের সাইজ ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না।
উপরের প্রক্রিয়া গুলো সম্পন্ন করার পর জিনিয়াস বৃত্তির আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের জন্য ইংরেজিতে আবেদনকারীর নাম, নিজের ইমেইল এডড্রেস, এসএসসি এর রেজিস্ট্রেশন নম্বর, নিজ মোবাইল নম্বর, পাসওয়ার্ড সঠিকভাবে লিখুন ও বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান, অধ্যয়নের বিষয় এবং ভর্তির সেসন সঠিকভাবে নির্বাচন করুন।
একজন আবেদনকারী তার ইমেইল, মোবাইল নম্বর এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিনিয়াস বৃত্তির জন্য শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন, তাই সতর্কতার সাথে সকল তথ্য ও ডকুমেন্ট প্রস্তুতের পর রেজিস্ট্রেশন করুন।
যথাযথ তথ্য ও ডকুমেন্ট প্ৰদান করে সঠিক ভাবে আবেদনপত্রটি ইংরেজিতে পূরণ করুন। আবেদনপত্রে মিথ্যা অথবা অসম্পূর্ণ অথবা মনগড়া তথ্য প্রদান করলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হতে পারে।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আবেদনপত্রটি সাবমিট করে দিন। আপনার আবেদনপত্রটি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট মূল্যায়নের পর আপনি প্রাথমিক ভাবে নির্বাচিত হলে আপনাকে এসএমএস এবং ওয়েবসাইটের প্রোফাইলে মাধ্যমে জানানো হবে।