ওয়েবসাইট, বৃত্তির বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত নির্দেশনা ভালোভাবে না পড়ে কিংবা আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের যোগাযোগ নম্বরসমূহে কল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
আবেদন ফর্মের সাথে সংগৃহীত সকল তথ্য শুধু বৃত্তি পাওয়ার যথাযোগ্যতা বিবেচনার জন্য ব্যবহৃত হবে এবং এসব তথ্যের ব্যাপারে কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হবে।
সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির সাথে সম্পর্কিত কোনো ইমেইল (genius@czm-bd.org ছাড়া) এর মাধ্যমে যোগাযোগ করা হলে এটি জালিয়াতি হতে পারে। এমন প্রতারণার শিকার হলে সিজেডএম কর্তৃপক্ষ দায়ী হবে না।
যোগ্য আবেদনকারীকে প্রথমে নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যেমন:
সকল তথ্য এবং ইমেইল একাউন্ট সংগ্রহ করার পর আবেদনকারীর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে:
ছবি ও কাগজপত্র যেন সোজা ও পরিষ্কারভাবে তোলা হয় এবং প্রতিটি ফাইল ১০০ কিলোবাইটের কম হতে হবে।
উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করার পর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীর নাম, ইমেইল, এসএসসি রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি সঠিকভাবে প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন আবেদনকারী কেবল একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। সকল তথ্য নিশ্চিত হয়ে তারপরই রেজিস্ট্রেশন করুন।
আবেদনপত্রে সকল তথ্য ইংরেজিতে নির্ভুলভাবে প্রদান করুন। মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।
আবেদনপত্র সাবমিট করার পর মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীকে এসএমএস এবং প্রোফাইলের মাধ্যমে জানানো হবে।