মৌখিক পরীক্ষার নোটিশ:: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষার তারিখ ম্যাসেজের মাধ্যমে জন্য দেওয়া হবে, আপডেটের জন্য নিয়মিত এই ওয়েবসাইটে খেয়াল রাখুন।   ||   মৌখিক পরীক্ষার নোটিশ: রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিকেল কলেজ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, ও নীলফামারী মেডিকেল কলেজ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ০৭ ও ০৮ জুলাই ২০২৫ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সময় মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে।   ||   নির্দেশনা -: আগামী ১৮ মে ২০২৫ রবিবারের মধ্যে ভাইবার জন্য মনোনীত ছাত্র-ছাত্রীদের লগইন করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে নিজ নিজ ইনস্টিটিউট/বিভাগীয় প্রধানের মন্তব্য, স্বাক্ষর ও সীল সংগ্রহ করুন। ইন্টারভিউ তারিখ ওয়েবসাইটে দেওয়া হবে।   ||   মৌখিক পরীক্ষার নোটিশ: দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ও দিনাজপুর মেডিকেল কলেজ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা ০৯ জুলাই ২০২৫ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।   ||   নির্দেশনা ০২: যেকোন ধরণের তদবির সুলভ আচরণ (সরাসরি, ফোনকল, এসএমএস, ইমেইল, শিক্ষক অথবা কোন প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে অনুরোধ ) বৃত্তি পাওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচত হয়ে থাকে।

স্বাগতম

সিজেডএম -এর জিনিয়াস বৃত্তি কর্মসূচি

ইসলামের তৃতীয় মৌলিক স্তম্ভ যাকাত -এর অর্থে অসচ্ছল, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি

Image

যোগ্যতা নির্ধারণ

বিশেষ দ্রষ্টব্য

ওয়েবসাইট, বৃত্তির বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত নির্দেশনা ভালোভাবে না পড়ে কিংবা আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের যোগাযোগ নম্বরসমূহে কল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগের সময়: রবি – বৃহস্পতিবার সকাল ১০:০০ – বিকাল ৪:০০ (সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত)
ই-মেইল: genius@czm-bd.org

আবেদন ফর্মের সাথে সংগৃহীত সকল তথ্য শুধু বৃত্তি পাওয়ার যথাযোগ্যতা বিবেচনার জন্য ব্যবহৃত হবে এবং এসব তথ্যের ব্যাপারে কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হবে।

Warning

সতর্কতা: জালিয়াতি সতর্কীকরণ!

সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির সাথে সম্পর্কিত কোনো ইমেইল (genius@czm-bd.org ছাড়া) এর মাধ্যমে যোগাযোগ করা হলে এটি জালিয়াতি হতে পারে। এমন প্রতারণার শিকার হলে সিজেডএম কর্তৃপক্ষ দায়ী হবে না

অনুগ্রহ করে শুধুমাত্র অফিসিয়াল ইমেইল ব্যবহার করুন এবং সন্দেহজনক বার্তা রিপোর্ট করুন।

আবেদন বাতিলের কারণসমূহ

1
মিথ্যা, অসম্পূর্ণ বা মনগড়া তথ্য প্রদান করলে আপনার আবেদন বাতিল হতে পারে।
2
পরিবারের সদস্যদের সম্পর্কে অপূর্ণাঙ্গ, মিথ্যা বা মনগড়া তথ্য দিলে আবেদন বাতিল হবে।
3
পরিবারের আয় ও সম্পদের অপূর্ণাঙ্গ, মিথ্যা বা মনগড়া তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।
4
একই আবেদনকারী একাধিক আবেদন করলে আবেদন বাতিল হবে।
5
প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে বা জালিয়াতি করলে আবেদন বাতিল হবে।
6
দেশবিরোধী বা অনৈতিক কাজে জড়িত থাকলে আবেদন বাতিল হতে পারে।
7
ছলচাতুরী, তদবির বা প্রতারণার আশ্রয় নিলে আবেদন বাতিল হবে।
8
আবেদনপত্রে অসঙ্গতি থাকলে আবেদন বাতিল হতে পারে।
9
নিজের অনুপস্থিতিতে অন্য কেউ আবেদন করলে আবেদন বাতিল হবে।
10
কারো প্ররোচনায় মিথ্যা বা মনগড়া তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

আবেদনের যথাযথ প্রক্রিয়া

  • প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং নিজের ইমেইল একাউন্ট খোলা

    যোগ্য আবেদনকারীকে প্রথমে নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যেমন:

    • পরিবারের সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, ও আয়ের তথ্য।
    • পারিবারিক সম্পদের পরিমাণ, অবস্থান, ও বর্তমান আনুমানিক বাজারমূল্য।
    • পরিবারের উপার্জনের উৎস ও পরিমাণ।
    • পরিবারের ঋণের পরিমাণ।
    • বিভাগীয় চেয়ারম্যানের নাম, মোবাইল নম্বর ও ইমেইল।
    • একজন বিশিষ্ট ব্যক্তির নাম, মোবাইল নম্বর ও পেশা, যিনি পরিবার সম্পর্কে ভালো জানেন।
  • প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পরিষ্কার ছবি বা স্ক্যান করা

    সকল তথ্য এবং ইমেইল একাউন্ট সংগ্রহ করার পর আবেদনকারীর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে:

    • ক) নিজের পাসপোর্টসাইজ ছবি (width 530px; height 650px)।
    • খ) প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ।
    • গ) এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট।
    • ঘ) এইচএসসি (HSC) ট্রান্সক্রিপ্ট।
    • ঙ) জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র।
    • চ) বিভাগীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র (১ মার্চ ২০২৫-এর পরে ইস্যুকৃত)।

    ছবি ও কাগজপত্র যেন সোজা ও পরিষ্কারভাবে তোলা হয় এবং প্রতিটি ফাইল ১০০ কিলোবাইটের কম হতে হবে।

  • বৃত্তির রেজিষ্ট্রেশন করা

    উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করার পর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীর নাম, ইমেইল, এসএসসি রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি সঠিকভাবে প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। একজন আবেদনকারী কেবল একবার রেজিস্ট্রেশন করতে পারবেন। সকল তথ্য নিশ্চিত হয়ে তারপরই রেজিস্ট্রেশন করুন।

  • বৃত্তির আবেদনপত্র পূরণ

    আবেদনপত্রে সকল তথ্য ইংরেজিতে নির্ভুলভাবে প্রদান করুন। মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে।

  • আবেদনপত্র জমাদান

    আবেদনপত্র সাবমিট করার পর মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারীকে এসএমএস এবং প্রোফাইলের মাধ্যমে জানানো হবে।