Loading...
ইন্টারভিউ ডকুমেন্ট: প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের ইন্টারভিউ কার্ড সংগ্রহের পর ডিপার্টমেন্টের চেয়ারম্যান/প্রধান এর স্বাক্ষরসহ ইন্টারভিউ কার্ড, এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্ট ফটোকপি, ভর্তির স্লিপ এবং নিজের ও পরিবারের সদস্যদের প্রতিবন্ধকতা ও রোগ সংক্রান্ত ডকুমেন্ট (যদি থাকে) সাথে নিয়ে আসতে হবে।   ||   চট্টগ্রাম: ২৩ অগাস্ট ২০২৪ - চট্টগ্রাম অঞ্চলের ইন্টারভিউ স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়সূচী ওয়েবসাইট/ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।   ||   দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর মেডিকেল কলেজ থেকে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের ইন্টারভিউ ২৭ অগাস্ট ২০২৪ থেকে ২৮ অগাস্ট ২০২৪, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।   ||   যাকাত ও সাদাকা: জিনিয়াস বৃত্তি যাকাত ও সাদাকার অর্থ থেকে প্রদান করা হয়। তাই যাকাতের অর্থ গ্রহণ করার মতো উপযোগী নয় অথবা যাকাতের অর্থ নেওয়ার ব্যাপারে পরিবারের অসম্মতি রয়েছে এমন ছাত্র-ছাত্রীদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।   ||   পাসওয়ার্ড: আপনার আইডিতে লগইন করতে সমস্যা হলে, পাসওয়ার্ড রিকভারির জন্য [email protected] এই ইমেইলে আপনার নাম, মোবাইল, ইমেইল ও আবেদনের নাম্বারসহ একটি ইমেইল পাঠান। সিজেডএম আপনাকে ইমেইলের মাধ্যমে নতুন পাসওয়ার্ড পাঠাবে।   ||   যোগাযোগ-২: আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের যোগাযোগ নম্বরসমূহে কল অথবা ইমেইল না পাঠানোর জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। জরুরী প্রয়োজনে 8809611688016, 8809611688033 নাম্বারসমূহে রবি – বৃহস্পতিবার সকাল ১০:০০ – বিকাল ৪:০০ (সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) ও ইমেইলে [email protected] যোগাযোগ করুন।   ||   ইন্টরভিউ কার্ড: ইন্টারভিউর জন্য মনোনীতদের নিজ নিজ আইডিতে লগইন করে ইন্টরভিউ কার্ড সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা যাচ্ছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতদের এসএমএস এর মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।
স্বাগতম

সিজেডএম -এর জিনিয়াস বৃত্তি কর্মসূচি


ইসলামের তৃতীয় মৌলিক স্তম্ভ যাকাত-এর অর্থে অসচ্ছল, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাসিক বৃত্তি প্রদান ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি


আবেদন করুন
Layer
Layer
Layer
Layer
Layer
Layer

কারা এই বৃত্তির জন্য আবেদন করার যোগ্য

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাতের অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজসমূহের ২০২২-২০২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে।

কারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না

১. যাকাতের অর্থ গ্রহন করার মতো উপযোগী নয় অথবা যাকাতের অর্থ নেওয়ার ব্যাপারে পরিবারের অসম্মতি আছে এমন পরিবারের সন্তান
২. রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বিভাগ সমূহ ব্যতীত অন্য ছাত্র-ছাত্রী
৩. ২০২২-২০২৩ একাডেমিক সেশনের পূর্বের অথবা পরের সেশনে ভর্তিকৃত ছাত্র-ছাত্রী
৪. কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেননা
৫. সমাজ / শিক্ষা প্রতিষ্ঠানের অথবা দেশের আইন বিরোধী অথবা যেকোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছাত্র-ছাত্রী

গুরুত্বপূর্ণ নির্দেশনা

১. জিনিয়াস বৃত্তির সম্পূর্ণ আবেদনফর্ম অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে

২. বৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণকরা হবে। বৃত্তির আবেদন করার জন্য http://scholarship.czm-bd.org/ ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্য ও কাগজপত্রের জমাদানের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া যাচ্ছে


৩. আবেদন করার পূর্বে সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘরে বসে নিজ অথবা পরিচিত ব্যক্তির মোবাইল অথবা কম্পিউটার থেকে সতর্কতার সহিত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে বিশেষভাবে পরামর্শ দেয়া হলো


৪. আবেদন করার পূর্বে অবশ্যই নিজের পাসপোর্টসাইজ ছবি, প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ, এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট, এইচএসসি (HSC) ট্রান্সক্রিপ্ট, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র এর স্ক্যানকরে অথবা পরিষ্কার ছবি তুলে যে মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা হবে তাতে সংরক্ষণ করতে হবে। তবে প্রতিটি ফাইলের সাইজ ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার ঝাপসা ছবি, সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না


৫. ভুল তথ্য প্রদানকারী কিংবা অন্য কোনো বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) এই বৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন


৬. আর্থিকভাবে সচ্ছল কিংবা অন্য কোনো সংস্থা / প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী (সরকারি/বোর্ড বৃত্তি ব্যতীত) শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই


৭. অসম্পূর্ণ, মিথ্যা বা ভুল তথ্য-সম্বলিত আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না


৮. বৃত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সিজেডএম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে


৯. সিজেডএম-এর জিনিয়াস বৃত্তির আবেদন প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন নেই। তাই কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল নম্বর ও ল্যান্ড ফোন নম্বর ব্যতীত অন্য কোনো নম্বর হতে প্রেরিত এসএমএস/যোগাযোগ দ্বারা প্রতারিত না হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো


১০. জিনিয়াস বৃত্তির আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন


১১. আবেদনপত্র সিজেডএম কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর পর তা মূল্যায়নের সাপেক্ষে সিজেডএম কর্তৃক এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

সতর্কতা

জিনিয়াস বৃত্তি কর্মসূচির সম্পর্কিত নম্বর +8809611688016, ও ইমেইল [email protected] ছাড়া অন্য কোনো নম্বর হতে কল বা এসএমএস-এর মাধ্যমে সিজেডএম-এর নামে যোগাযোগ করা হলে এবং তদ্দ্বারা কেউ প্রতারণার শিকার হলে এর দায় সিজেডএম কর্তৃপক্ষ বহন করবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।

যে সকল কারণে বৃত্তির আবেদনপত্র বাতিল হতে পারে

১. মিথ্যা/অসম্পূর্ণ অথবা মনগড়া তথ্য প্রদান করলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হতে পারে
২. আপনার পরিবারের খানা সদস্যদের অপূর্ণাঙ্গ/মিথ্যা/ মনগড়া তথ্য প্রদান করলে
৩. পরিবারের সম্পদ ও আয়ের অপূর্ণাঙ্গ/মিথ্যা/মনগড়া তথ্য প্রদান করলে
৪. একই আবদেনকারী একের অধিক আবেদন করলে
৫. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রদান না করতে পারলে অথবা জালিয়াতি করলে
৬. দেশ বিরোধী কোন কাজ অথবা কোন প্রকার অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে
৭. কোন প্রকার ছল-চাতুরী, তদবীর ও প্রতারণার আশ্রয় নিলে
৮. আবেদনপত্রে কোন প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হলে
৯. নিজের অনুপস্থিতিতে অন্য কারোর মাধ্যমে আবেদন করলে
১০. কারো প্ররোচনায় মিথ্যা তথ্য/ মনগড়া তথ্য প্রদান করলে

বিশেষ দ্রষ্টব্য

ওয়েবসাইট, বৃত্তির বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদন ফর্মে প্রদত্ত নির্দেশনা ভালোভাবে না পড়ে কিংবা আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের যোগাযোগ নম্বরসমূহে কল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বৃত্তি সংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের সময়: রবি – বৃহস্পতিবার সকাল ১০:০০ – বিকাল ৪:০০ (সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত); ই-মেইল পাঠাতে পারেন যেকোনো সময়।
মোবাইল: +8809611688016, ইমেইল: [email protected]
আবেদন ফর্মের সাথে সংগৃহীত সকল তথ্য শুধু বৃত্তি পাওয়ার যথাযোগ্যতা বিবেচনার জন্য ব্যবহৃত হবে এবং এসব তথ্যের ব্যাপারে কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হবে।

আবেদনের যথাযথ প্রক্রিয়া

1
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং নিজের ইমেইল একাউন্ট খোলা

যোগ্য আবেদনকারীকে প্রথমে তার নিজের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। যেমন - পরিবারের সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, আয়ের তথ্য; পারিবারিক সম্পদের পরিমান, স্থান, এবং এর বর্তমান আনুমানিক বাজার মূল্য; পরিবারের উপার্জনের খাত সমূহ ও পরিমান; একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আপনাদের পারিবার সম্পর্কে ভালোভাবে জানেন তাঁর নাম, মোবাইল নম্বর ও পেশা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে।

আবেদনকারীকে অবশ্যই শুধুমাত্র নিজের ইমেইল এড্ড্রেস থেকে আবেদন করতে হবে। এবং উক্ত ইমেইলের পাসওয়ার্ড যথাযথ ভাবে সংগ্রহ করতে হবে। নিজের ইমেইল না থাকলে একটি ফ্রি ইমেইল একাউন্ট খুলে নিতে হবে। ইমেইল একাউন্ট খোলার সময় নিজের মোবাইল নম্বর যোগ করে নিতে হবে।

2
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও পরিষ্কার ছবি বা স্ক্যান করা

সকল তথ্য এবং ইমেইল একাউন্ট সংগ্রহ করার পর আবেদনকারীর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
ক) নিজের পাসপোর্টসাইজ ছবি
খ) প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ
গ) এসএসসি (SSC) ট্রান্সক্রিপ্ট
ঘ) এইচএসসি (HSC) ট্রান্সক্রিপ্ট, এবং
ঙ) জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র
মোবাইল থেকে আবেদন করার জন্য ছবি ও কাগজপত্র সমূহ সোজা ভাবে পরিষ্কার করে যে মোবাইল থেকে আবেদন করবেন তাতে ছবি তুলে প্রয়োজনে ছবির অপ্রয়োজনীয় অংশ ক্রপ (কেটে ) করে নিন অথবা কম্পিউটার থেকে আবেদন করার জন্য স্ক্যান করে নিন। তবে প্রতিটি ফাইলের সাইজ ১০০ কিলোবাইটের কম হতে হবে এবং কোন প্রকার সেলফি বা ক্যাজুয়াল ছবি গ্রহণ করা হবে না।

3
বৃত্তির রেজিষ্ট্রেশন করা

উপরের প্রক্রিয়া গুলো সম্পন্ন করার পর জিনিয়াস বৃত্তির আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের জন্য ইংরেজিতে আবেদনকারীর নাম, নিজের ইমেইল এডড্রেস, এসএসসি এর রেজিস্ট্রেশন নম্বর, নিজ মোবাইল নম্বর,পাসওয়ার্ড সঠিকভাবে লিখুন ও বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান, অধ্যয়নের বিষয় এবং ভর্তির সেসন সঠিকভাবে নির্বাচন করুন।
একজন আবেদনকারী তার ইমেইল, মোবাইল নম্বর এবং এসএসসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জিনিয়াস বৃত্তির জন্য শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ও আবেদন করতে পারবেন, তাই সতর্কতার সাথে সকল তথ্য ও ডকুমেন্ট প্রস্তুতের পর রেজিস্ট্রেশন করুন।

4
বৃত্তির আবেদনপত্র পূরণ

যথাযথ তথ্য ও ডকুমেন্ট প্ৰদান করে সঠিক ভাবে আবেদনপত্রটি ইংরেজিতে পূরণ করুন। আবেদনপত্রে মিথ্যা অথবা অসম্পূর্ণ অথবা মনগড়া তথ্য প্রদান করলে আপনার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হতে পারে।

5
আবেদনপত্র জমাদান

সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আবেদনপত্রটি সাবমিট করে দিন। আপনার আবেদনপত্রটি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট মূল্যায়নের পর আপনি প্রাথমিক ভাবে নির্বাচিত হলে আপনাকে এসএমএস এবং ওয়েবসাইটের প্রোফাইলে মাধ্যমে জানানো হবে।

কিভাবে আবেদন করবেন (ভিডিও)

Top